পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ (টেলিকমিউনিকেসন্স) খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন'১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭.৯২ টাকা।
এছাড়া শেষ তিন মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ইপিএস হয়েছে ৫.৮৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩.৭৭ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬.৫৯ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ২৩.২৩ টাকা।
আগামী ২ আগষ্ট লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।