আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ৪ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির ১১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ লাখ ৫৮ হাজার, নূরানী ডাইং অ্যান্ড সুয়েটার লিমিটেড ৫ লাখ ২ হাজার।