āĻļā§āϝāĻŧāĻžāϰ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āĻŦāĻŋāĻĄāĻŋ
সোমবার, অক্টোবর ৩১, ২০১৬
কেডিএসের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর১৬) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৩৪ টাকা। আজ সোমবার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানানো হয়।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৬৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৪ টাকা (নেগেটিভ)। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২৪.৯৯ টাকা এবং ৩.৭৩ টাকা (নেগেটিভ)।
Share on Google+
Company Name: KDS Accessories Limited | Sector Name: Engineering |
Business: KDS Accessories Limited is the largest garments accessories producing company in Bangladesh. Since beginning, the company tried and accomplishes to provide the best quality of its services to its clients without any topsy-turvy state of affairs. |
Address: KDS Accessories Limited 191-192, Baizid Bostami Road, Nasirabad I/A, Chittagong- 4210 |
Phone: | 88031681701-3 | Email: | accessories@kdsgroup.net |
Total Shares: | 60,060,000 | Public: | 10,816,806 (18.01) |
Director: | 46,540,494 (77.49) | Institute: | 2,702,700 (4.5) |
Government: | 0 (0) | Foreign: | 0 (0) |
Category: | A | Year Closing: | June |
EPS (D&A): | 2.16 | NAV: | 24.8 |
Click for Company Details |
** Now under updating process. Human error and software bug might some times show erroneous report. We never claims 100% accuracy of the data & analysis presented above. If any error is detected, it would be addressed instantly.