আগামীকাল ১২ সেপ্টেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটেড ট্রেডিং রেগুলেশন, ১৯৯৯ এর নিয়মানুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালনা পর্ষদ আগামীকাল ১২ সেপ্টেম্বর ৩০ মিনিট বেশি লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর, বৃহষ্পতিবার থেকে লেনদেন আগের মতোই সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ১২ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রজতজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।