z

জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে নিটল ইন্স্যুরেন্স



পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি রূপগঞ্জ, নারায়ণগঞ্জের পূর্বাচল নিউ টাউনে ১০ কাঠা (১৬.৫০ ডেসিমেল) জমি কিনবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন, ভ্যাট, এআইটি ও অন্যান্য খরচ ছাড়া ২০ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে।

নিটল ইন্স্যুরেন্স বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে জমি কিনতে পারবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com



মুদ্রার হার

নামাজের সময়সূচি