z

আজ রবিবার সূচকে ব্যাপক উত্থান, বেড়েছে লেনদেনওসপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১০৯ কোটি ৩ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি ৫১ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.comমুদ্রার হার

নামাজের সময়সূচি