z
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস ও কে অ্যান্ড কিউ লিমিটেড স্পট মার্কেট থেকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি পেয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) থেকে কোম্পানি দুইটি পাবলিক মার্কেটে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল ২০ জুলাই কোম্পানি দুইটিকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগের নিয়মে কোম্পানি দুইটি পাবলিক মার্কেটে লেনদেন করবে।
এর আগে শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণে ২০১৮ সালের ১৬ আগস্ট কোম্পানি দুইটিকে পাবলিক মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠানোর অনুমতি দেয় বিএসইসি।