z

সি এন্ড এ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের পরিচালকদের জরিমানাপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি সি এন্ড এ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা লংঘন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ডাকা শুনানীতে উপস্থিত না হওয়া এবং কারখানা বন্ধ থাকার দায়ে এই জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩৩তম কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে মাসিক ভিত্তিতে শেয়ার ধারণ সংক্রান্ত রিপোর্ট (Shareholding Report) জমা দিতে হয়। কিন্তু সি এন্ড এ টেক্সটাইল আগস্ট ২০১৭ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত এবং তুং হাই নিটিং ডিসেম্বর ২০১৭ থেকে আগস্ট ২০১৮ এই রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারও জবাব দেয়নি।

এমনকি বিএসইসি কোম্পানি দুটির কর্মকর্তাদের শুনানীতে ডাকলে তারা শুনানীতে উপস্থিত হননি। অন্যদিকে ডিএসইর একটি প্রতিনিধি দল কোম্পানির কারখানা পরিদর্শনে গিয়ে সেগুলো বন্ধ পায়।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.comমুদ্রার হার

নামাজের সময়সূচি