শেয়ার মার্কেট বিডি
২৯ জুলাই, ২০২০
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল - জুন'২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৩ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ০৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৯ টাকা ৮০ পয়সা।
Company Name: Bangladesh National Insurance Company Limited | Sector Name: Insurance |
Business: Bangladesh National Insurance Company Limited (BNICL) is licensed under Insurance Act, 1938 in order to run all types of general insurance business other than life insurance business. Like most of the general insurance companies in the industry, BNICL underwrites risks in fire, marine, motor and miscellaneous business areas. |
Address: Rashid Tower (3rd floor), Plot No-11, Road No-18, Gulshan-1, Dhaka-1212 |
Phone: | 88-02-9573481-8 | Email: | bniclimited@yahoo.com |
Total Shares: | 44,250,000 | Public: | 18,014,175 (40.71) |
Director: | 22,346,250 (50.5) | Institute: | 3,854,175 (8.71) |
Government: | 0 (0) | Foreign: | 35,400 (0.08) |
Category: | A | Year Closing: | June |
EPS (D&A): | 1.86 | NAV: | 18.02 |
Click for Company Details |
** Now under updating process. Human error and software bug might some times show erroneous report. We never claims 100% accuracy of the data & analysis presented above. If any error is detected, it would be addressed instantly.