শেয়ার মার্কেট বিডি
২৮ জুলাই, ২০২০
নিউ লাইন ক্লোথিংসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ'২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৬৮ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে ৯ মাসে (জুলাই'১৯-মার্চ'২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৫৫ পয়সা।
Company Name: New Line Clothings Limited | Sector Name: Textile |
Business: |
Address: |
Phone: | | Email: | |
Total Shares: | 74,793,000 | Public: | 42,003,749 (56.16) |
Director: | 23,051,203 (30.82) | Institute: | 9,708,131 (12.98) |
Government: | 0 (0) | Foreign: | 29,917 (0.04) |
Category: | A | Year Closing: | June |
EPS (D&A): | 1.78 | NAV: | 24.55 |
Click for Company Details |
** Now under updating process. Human error and software bug might some times show erroneous report. We never claims 100% accuracy of the data & analysis presented above. If any error is detected, it would be addressed instantly.