z

নতুন পণ্য উৎপাদন ও নাম পরিবর্তন করবে কাশেম ড্রাইসেলসপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি কাসেম ড্রাইসেল লিমিটেড নতুন পণ্য উৎপাদনের কাজ শুরু করেছে। কোম্পানিটি ইতোমধ্যে এয়ার ফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিং ফোম উৎপাদন করছে। এছাড়া কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইতোমধ্যে কিছু উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করেছে। কোম্পানিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাই-প্রেসার উৎপাদন লাইন স্থাপন করেছে। অতিরিক্তভাবে কোম্পানিটি একটি ফিলিং লাইন স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। এই লাইনের মাধ্যমে কোম্পানিটি এয়ার ফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিং ফোম উৎপাদন শুরু করছে।

এছাড়া কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটির নতুন নাম হবে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.comমুদ্রার হার

নামাজের সময়সূচি