z

ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৯২ পয়সা।

অন্যদিকে সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত বছর একক ইপিএস ছিল ৩ টাকা ৭৭ পয়সা।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৯ টাকা ৬ পয়সা। আগের বছর তা ছিল মাইনাস ২ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে এককভাবেও ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৮ টাকা ৮২ পয়সা, গত বছরের একই সময়ে সলো ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৬ টাকা ৪৩ পয়সা।

আগামী ২০ আগস্ট, সকাল সাড়ে ১১ টায় ব্যাংকটির ৩৭বম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী ২১ জুলাই রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
মুদ্রার হার

নামাজের সময়সূচি